নিহত তৃণমূল নেতার পরিজনদের সমবেদনা জানাতে আগামিকাল নিমতা যাচ্ছেন মমতা
নিহত তৃণমূলকর্মী নির্মল কুন্ডুর পরিবারের সঙ্গে দেখা করতে নিমতা যাবেন মমতা
নিজস্ব প্রতিবেদন: নিহত তৃণমূল নেতার পরিজনদের সমবেদনা জানাতে বৃহস্পতিবার নিমতা যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূলসূত্রে এমনটাই জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিমতার পটনা ঠাকুরতলায় খুন হন উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল সভাপতি নির্মল কুন্ডু। ঘটনায় ২ জন বিজেপি কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।
গত ২৩ মে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে উত্তর দমদম পুরসভার বিস্তীর্ণ এলাকায়। প্রায় রোজই নিমতা এলাকা থেকে নানা ঘটনার খবর মিলছে। তৃণমূল কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর লেগেই আছে। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নিমতার ঠাকুরতলায় নির্মলবাবুকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে চড়ে এসে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। হেলমেট পরে থাকায় দুষ্কৃতীদের সনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নির্মলবাবু। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধে ৬.৩০ মিনিটে নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে নিমতা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিমতায় তৃণমূলনেতা খুনে আটক এলাকার বিজেপি কর্মী, সন্দেহের বশেই জ্বালিয়ে দেওয়া হল বাড়ি
রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের ফলে মনোবল ভাঙতে শুরু করেছে নীচুতলার তৃণমূল কর্মীদের। বহু জায়গায় দল ধরে রাখা মুশকিল হচ্ছে নেতাদের। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ময়দানে থাকার পথ বেছেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে নৈহাটিতে গিয়ে দলীয় কর্মীদের চাঙ্গা করেছেন তিনি। এবার তাঁর গন্তব্য নিমতা।