নিমতায় তৃণমূলনেতা খুনে আটক এলাকার বিজেপি কর্মী, সন্দেহের বশেই জ্বালিয়ে দেওয়া হল বাড়ি

বুধবার ভোরে নিমতার ঠাকুরতলা এলাকার বাসিন্দা সুমন কুণ্ডুর বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন। তাঁর বাড়িতে আগুন ভোর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

Updated By: Jun 5, 2019, 11:29 AM IST
নিমতায় তৃণমূলনেতা খুনে আটক এলাকার বিজেপি কর্মী, সন্দেহের বশেই জ্বালিয়ে দেওয়া হল বাড়ি

নিজস্ব প্রতিবেদন: নিমতায় তৃণমূলনেতা খুনের জের। এলাকার বিজেপি কর্মী সুমন কুণ্ডুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।  সন্দেহের বশে জ্বালিয়ে দেওয়া হয় ওই বিজেপি কর্মীর বাড়ি।

বুধবার ভোরে নিমতার ঠাকুরতলা এলাকার বাসিন্দা সুমন কুণ্ডুর বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন। তাঁর বাড়িতে আগুন ভোর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় নিমতার ঠাকুরতলায় তৃণমূলনেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 
সন্ধেয় পাড়ার মুখে দাঁড়িয়েছিলেন উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু। ঠিক তখনই বাইকে চড়ে আসে দুই দুষ্কৃতী। নির্মলবাবুর মাথা লক্ষ্য করে গুলি চালায় তারা। তাঁকে সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্মল কুণ্ডুকে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকরা। 

পুরনো শত্রুতার জেরেই কি খুন? নিমতার তৃণমূলনেতা খুনে উঠে আসছে দুই ভাইয়ের নাম
এই ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সৌগত রায়। তাঁর অভিযোগ, ''আমাদের সন্দেহ বিজেপির মদতপুষ্ট সমাজবিরোধী ও অপরাধীরা এটা করেছে। কয়েকদিন ধরেই পুলিশকে বলা হচ্ছিল এখানে অনেক বাইরের লোক আসছে। কিন্তু পুলিশ সে রকম কোন ব্যবস্থা নেয়নি। নির্মল কুন্ডু আমাদের দলের একটা স্তম্ভ ছিল এইসব এলাকায়। তাঁর মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি করেছে।''

.