বর্ধমানে প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বালি, কয়লা খাদানের দুর্নীতি বরদাস্ত করা হবে না। মাফিয়া রাজের টাকা চায় না তৃণমূল কংগ্রেস। বর্ধমান প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সতর্ক করলেন ধর্মীয় উস্কানি নিয়েও। আইনশৃঙ্খলা নিয়ে আপোস নয়। দুই বর্ধমানের জেলা প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুরুটা হল মঙ্গলকোট থানাকে দিয়ে।
ওয়েব ডেস্ক : বালি, কয়লা খাদানের দুর্নীতি বরদাস্ত করা হবে না। মাফিয়া রাজের টাকা চায় না তৃণমূল কংগ্রেস। বর্ধমান প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সতর্ক করলেন ধর্মীয় উস্কানি নিয়েও। আইনশৃঙ্খলা নিয়ে আপোস নয়। দুই বর্ধমানের জেলা প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুরুটা হল মঙ্গলকোট থানাকে দিয়ে।
আরও পড়ুন- আজ বর্ধমানে মুখ্যমন্ত্রী: দুপুরে সভা, বিকেলে প্রশাসনিক বৈঠক
তার আগেই অবশ্য সতর্ক করেন জেলা প্রশাসনকে। ধর্মীয় উস্কানি বরদাস্ত করা হবে না। নজর রাখতে হবে বহিরাগতদের ওপর। সবচেয়ে কড়া বার্তাটি দিলেন খাদান মাফিয়া নিয়ে। সতর্ক করেছেন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকেও। ১০০ দিনের কাজেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্টোরথেও সতর্ক থাকতে বলেছেন প্রশাসনকে।