নিজস্ব প্রতিবেদন : ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুই মেদিনীপুরের দিকে নজর মমতার। আজ থেকে পাঁচ দিনের সফরে দুই জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূচি অনুযায়ী, আজ ৩ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ৪ ডিসেম্বর মেদিনীপুরে হবে প্রশাসনিক বৈঠক। তারপর ৫ তারিখ পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সফরের শেষদিন ৬ তারিখ দিঘায় হবে প্রশাসনিক বৈঠক।  


আরও পড়ুন, একশো একুশ বনাম পাঁচ! কলকাতা মেয়র নির্বাচনে ফিরহাদ হাকিমের জয় সময়ের অপেক্ষা


এদিকে, মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুর সফরের আগেই বিপদ। রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হল কাঠের সেতু। চরম বিপাকে পড়েছেন ১২টি গ্রামের মানুষ। ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার মায়তা গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়তার সামনে পুরন্দর খালের কাঠের সেতুটি রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী পুড়িয়ে দেয়। ফলে বেনাচাপড়া, খয়েরবনি সহ পাশাপাশি প্রায় ১১ থেকে ১২টি  গ্রামের বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন।


খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোয়ালতোড় থানার পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে  তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীকারীরাই এই কাজ ঘটিয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।


আরও পড়ুন, 'জেলে যাবে চোর অভিষেক', আরও জোরালো আক্রমণ কৈলাস বিজয়বর্গীয়র


প্রসঙ্গত, ২৬ নভেম্বর জঙ্গলনহলের তিন জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সফরে যান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক করেন তিন জেলাতেই। খোঁজ নেন আদিবাসী উন্নয়নের হালহকিকতের। ৫ দিনের সফরের শেষ পর্যায়ে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।