ঘরছাড়া তৃণমূল কর্মীদের ঘরে ফেরাতে নৈহাটি যেতে পারেন মমতা
বৃহস্পতিবার দুপুরের দিকে নৈহাটি যেতে পারেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: ঘরছাড়াদের ঘরে ফেরাতে এবার আসরে নামতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সেই কারণে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে যেতে পারেন তিনি। সেখানে গিয়ে তিনি ঘরছাড়া তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরের ফেরানোর উদ্যোগ নিতে পারেন বলে সূত্র মারফত খবর মিলেছে।
লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার নৈহাটি, ভাটপাড়া, কাঁকিনাড়া, ব্যারাকপুর-সংলগ্ন এলাকা। প্রায় প্রতিদিনই রাজনৈতিক গোলমালে উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা। তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে।
আরও পড়ুন: মুকুল পুত্র শুভ্রাংশুকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সব্যসাচী দত্ত
তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, ওই অঞ্চলের ৫০০টি পরিবার ঘরছাড়া। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হয়েছে। রাজ্য পুলিসের ডিজির কাছেও এ নিয়ে অভিযোগ জমা পড়েছে।
তৃণমূল কংগ্রেসের একটি সূত্রের খবর, ওই এলাকায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর ব্যাপারে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত হোন, এমনটাই চাইছেন স্থানীয় নেতারা। তাই তাঁরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় ঘিরে ঘরছাড়াদের পাশে দাঁড়ান। তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়ে সকলকে সকলকে সাহস যোগান।
আরও পড়ুন: মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজনীতি করার অভিযোগ, দিল্লি যাচ্ছেন না মমতা
যদিও নবান্নের তরফে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে নৈহাটি যেতে পারেন মুখ্যমন্ত্রী। এমনকী নৈহাটি পুরসভার সামনে অবস্থানেও বসতে পারেন।
এর আগে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে জেলা তৃণমূল নেতৃত্ব বৈঠক বসে। সেখানেও ঘরছাড়াদের ঘরে ফেরাতে বাড়তি উদ্যোগ নেওয়া হবে জানিয়েছিলেন জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন: ছেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে! মেরে পঞ্চায়েত প্রধানের বাবার দু'পা ভেঙে দিল দুষ্কৃতীরা
মঙ্গলবার উত্তর ২৪ পরগনায় একটি ড্যামেজ কন্ট্রোল কমিটিও গঠন করা হয়। সেই কমিটিকেও এই বিষয়টি দেখতে বলা হয়েছিল। আজ, বুধবার ওই কমিটির বৈঠকে বসার কথা রয়েছে।