নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে যাঁরা প্রাণের ভয়ে পালিয়েছে, মায়ের আঁচলে মতো চোখ মুছিয়ে  তাঁদের আশ্রয় দেবে বাংলা। এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের বাংলার গর্ব মমতা মেগা ইভেন্টের উদ্বোধনে নেতাজি ইন্ডোরে হাজির হন নেত্রী। সেখান থেকেই দিল্লির হিংসা নিয়ে একের পর এক তোপ দাগেন তিনি। এমনকী দিল্লিতে 'পরিকল্পিত গণহত্য়া' হয়েছে বলেও নেতাজি ইন্ডোরের সভায় দাবি করছেন নেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাট মডেলে দিল্লিতে পরিকল্পিত গণহত্যা সংগঠিত করেছে বিজেপি। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর, তীব্র আক্রমণে গেরুয়া শিবিরকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানালেন, দিল্লির ঢঙে, বাংলায় গোলি মারো স্লোগান চলবে না। গতকাল কলকাতায় অমিত শাহের নানা অভিযোগের জবাবও আজ দেন তিনি। 


আরও পড়ুন: এটা দিল্লি নয়, কলকাতা, 'গোলি মারো' স্লোগানে নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে পাল্টা অ্যাটাক মমতার


বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, ওদিকে CAA, NRC নিয়েও অশান্তি অব্যাহত। এমন পরিস্থিতিতে এই ইস্যুকে হাতিয়ার করেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেত্রী। এদিন দিল্লির ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে। এরপরে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক মোড়ক।" এভাবেই চাঁচাছোলা ভাষায় মোদী সরকারকে ধিক্কার জানিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি 'গোলি মারো' স্লোগানে অল আউট অ্যাটাকও করেছেন মমতা। এটা দিল্লি নয়, কলকাতা। বেআইনি, দানবিক ভাষা বরদাস্ত নয় বলেও স্পষ্ট বার্তা তাঁর। 


পাশাপাশি দিল্লির বিতারিতদের বাংলায় আহ্বান জানিয়ে তিনি বলেন, "দিল্লিতে বহু মানুষ প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছেন। নেতাদের বলছি, ফিরে গিয়েই তহবিল তৈরি করুন দিল্লির জন্য, আমরা সাহায্য করব।" এ দিন ফের ঘরহারাদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর আবেদন, "যাঁরা প্রাণের ভয়ে পালিয়েছেন, তাঁরা মনে করলে আমার বাংলায় আসুন। আমাদের দরজা খোলা আছে। আমরা আশ্রয় দেব। এই বাংলা মায়ের আঁচল। চোখের জল মুছে দেয়।"