Kalna: ভ্যাকসিনে কালোবাজারি! হাতেনাতে ধরা পড়ল যুবক, বেধড়ক মার স্থানীয়দের
পুলিস আসার আগেই অবশ্য চম্পট দেয় সে।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চাশ টাকার কুপনে মিলবে ভ্যাকসিন! টিকার কালোবাজারি করতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়ল যুবক। তাঁকে রীতিমতো গণধোলাই দেওয়া হল। পুলিস গিয়ে কোনওমতে পরিস্থিতি সামাল দিল। অভিযুক্ত পলাতক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।
চলতি বছরের এপ্রিল-মে মাসে শীর্ষে পৌঁছয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তখন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু বিপদ কাটেনি এখনও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ কমিটি প্রধানমন্ত্রীর দফতরে রিপোর্ট দিয়েছে, অক্টোবরেই শীর্ষে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। বড়রা তো বটেই, সমান তালে আক্রান্ত হতে পারে শিশুরাও (children)। নবান্নে ইতিমধ্যই জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিদিন টিকা (Covid Vaccine) দেওয়ার পরিমাণ বাড়াতে হবে। সংগ্রহে থাকা টিকা শেষ করতে হবে আগামী ৩ দিনের মধ্যে।
আরও পড়ুন: Jalpaiguri: অ্যাম্বুল্যান্স কোথায়? 'বিনা চিকিৎসা'য় করোনা আক্রান্তের মৃত্যু, হাসপাতালে ধুন্ধুমারকাণ্ড
এদিকে বর্ধমানের কালনায় যাঁরা টিকা নেওয়ার লাইনে দাঁড়াননি, তাঁদের গোপনে পঞ্চাশ টাকার বিনিময়ে কুপন দেওয়ার অভিযোগ উঠল। কেউ গভীর রাত থেকে তো, কেউ আবার ভোর থেকে ভ্যাকসিনের জন্য লাইন দিয়েছিলেন শহরের পুরনো বাসস্ট্যান্ডের পিছনে! তাঁদেরই কয়েকজনের নজরে পড়ে, পঞ্চাশ টাকার বিনিময়ে কুপন বিলি করছেন অভিযুক্ত যুবক! এরপর ওই যুবককে ধরে বেধড়ক মারধর করতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে যখন পুলিস ঘটনাস্থলে পৌঁছয়, ততক্ষণে চম্পট দিয়েছে ওই যুবক। কীভাবে এমন ঘটনা ঘটল? মুখে কুলুপ এঁটেছেন কালনা পুরসভার আধিকারিকরা।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)