নিজস্ব প্রতিবেদন:  বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়ায়। মৃতের নাম আশুতোষ বিশ্বাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



বছর পঞ্চান্নর আশুতোষ পলাশিপাড়ার বার্নিয়ার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি আদালতের কর্মচারী ছিলেন। মঙ্গলবার রাত ৯টা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরে গিয়েছিলেন আশুতোষ। প্রতিবেশীরা জানাচ্ছেন, রাত সওয়া নটা নাগাদ দু'জন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে আশুতোষের বাড়িতে ঢোকে।


'সমব্যথী' প্রকল্পকে ছাড় দিল নির্বাচন কমিশন


বাড়ির ভিতর থেকে কথা কাটাকাটির আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর কয়েক রাউন্ড গুলি চালনার শব্দ শুনতে পান তাঁরা। দুষ্কৃতীরা বেরিয়ে গেলে আশুতোষের পরিবারের সদস্যদের চিত্কারে প্রতিবেশীরা ছুটে যান। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন আশুতোষ। তাঁকে উদ্ধার করে স্থানীয় বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। 


৫ হাজারের বেশি লিড দিলে ১ কোটি, কাউন্সিলরদের টোপ আসানসোলের মেয়রের
ভোটের মুখে কী কারণ এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিস। কোনও রাজনৈতিক শত্রুতা নাকি পুরনো শত্রুতারে জেরে খুন, তা তদন্ত করে দেখা হচ্ছে।