নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর নাম করলেন না। কিন্তু নিশানায় যে তিনিই তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তিনি কটাক্ষ করলেন, মহিষাসুরকে বধ করতে ব্যর্থ হয়েছিলেন ত্রিদেব। মহামায়াকেই আসতে হয়েছিল। বাংলা তথা ভারতের মহামায়া এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন মানস ভুঁইয়া বলেন,''আমি নিজেকে স্বর্গের ইন্দ্ররাজার বরপুত্র ভাবতেই পারি। শ্রীকৃষ্ণের অবতার ভাবতে পারি। মহিষাসুরকে বধ করতে ফেল করেছিল বিষ্ণু। মহাদেব ফেল করেছিল। ফেল করেছিল ব্রহ্মাও। তিন জন ভাবলেন কী হবে তাহলে? আজকের যুগে বাংলা ও ভারতের মহামায়ার প্রতিরূপ মমতা বন্দ্যোপাধ্যায়। অশুভ শক্তির নাশ করবেন।''


শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা অমূল্য মাইতি পাল্টা দিয়েছেন মানসকে। তাঁর কথায়,''যিনি বলেছেন, তাঁর এই ধরনের নোংরামি সর্বজনবিদিত। গীতা ভুঁইয়া সবংয়ের প্রার্থী হয়েছিলেন। ভালো ব্যবধানে ভোটে জিততে সহযোগিতা করেছিলেন শুভেন্দু অধিকারীই।''


এ দিনই একটি সভায় শুভেন্দু অধিকারী বলেন,''পার্টি দেখে কাজ করলে বেশিদিন থাকতে পারবেন না। মানুষকে নিয়ে কাজ করলে অনেকদিন থাকবেন। দিনের শেষে যতই ক্ষমতার দম্ভ দেখান না কেন! মানুষ তো শেষ কথা বলে। আমি তো নন্দীগ্রামে লড়াই দেখেছি। তখনকার সরকার বলেছিল,আমরা তো ২৩৫। ৩০ জনের কথা শুনবো কেন! এত পুলিস, এত অর্থ, এত ক্ষমতা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, এত বৈভব, এত অহংকার - দেড় বছরের লড়াইয়ে সব ভেঙেচুরে তছনছ হয়ে গেল। মানুষ তছনছ করে দিল। অন্তর ঠিক রাখলেই একমাত্র টিকে থাকবেন।''        


আরও পড়ুন- বিনয় বনাম বিমল! একুশের আগে পাহাড়ের চাবিকাঠি কার হাতে?