নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২২ ছুঁয়েছে। গতকাল রবিবার একসঙ্গে ৩ জন আক্রান্তের খোঁজ মিলেছে। রাজ্যে মৃতের সংখ্যা ২। বলার অপেক্ষা রাখে না, করোনার আতঙ্কে কার্যত কাঁটা হয়ে রয়েছে সকলেই। গতকাল বরানগরের নিয়োগী পাড়া লেনের বাসিন্দা এক প্রবীনকে লেকটাউন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন, তাঁদের ২২ জনকে চিহ্নিত করে রাজারহাট আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। এদের মধ্যে ৩ জনকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই এনআরএসে করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন মহিলার মৃত্যু


অন্যদিকে, তেহট্টে আক্রান্ত ৫ সদস্যে পরিবারের সংস্পর্শে এসেছিলেন মোট ৬৭ জন। তাঁদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। জানা যাচ্ছে প্রথমে ৪৯ জন পরে আরও ১৮ জনকে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি যে অটো করে রেলস্টেশন থেকে বার্নিয়া গিয়েছিল সেই অটো চালক, মাছ বাজারের দুই জন মাছ বিক্রেতা, তাস খেলার সঙ্গীসহ তালিকায় রয়েছেন মোট ৭৬ জন। এমনটাই জানিয়েছেন নদিয়া জেলার ডেপুটি সিএমওএইচ, অসিত কুমার দেওয়ান।