নিজস্ব প্রতিবেদন: ৭-৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন। অবশেষে কলকাতার STF-র জালে মাওবাদী নেত্রী, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতা দাস। নদিয়ার জাগুলিয়া থেকে গ্রেফতার করা হল তাঁকে। ধৃতকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তেন। ২০১৩ সালে মাওবাদী সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রথমবার গ্রেফতার হয়েছিলেন জয়িতা। সঙ্গে আরও ৫ ছাত্রী। পরবর্তীকালে জামিন পেয়ে যান সকলেই।


আরও পড়ুন: Basirhat: ভ্যাকসিন নিতে এসে মাথা ফাটল ছাত্রের, কীভাবে?


ফের কেন গ্রেফতার? গোয়েন্দারা জানিয়েছেন, জয়িতা এখন পুরোদস্তুর মাওবাদী নেত্রী। মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য তিনি। এ রাজ্যে মাওবাদী সংগঠন বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন তিনি। গ্রেফতারি এড়াতে ৭-৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন তিনি। অবশেষে ধরা পড়লেন।


আরও পড়ুন: Uttarpara: হেলিকপ্টারে বৈষ্ণোদেবী দর্শন! 'প্রতারণা'র শিকার ব্যবসায়ী


এদিকে আবার জঙ্গলমহলের একাধিক জেলায় মাওবাদীদের কার্যকলাপ বেড়েছে। পোস্টার পাওয়া গিয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। কয়েকটি লেখা ছিল,  'আমরা শীঘ্রই আসছি'। এমনকী, বাঁকুড়ার বারিকুলে মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনা গ্রেফতার করা হয়েছ ২ সন্দেহভাজনকে। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে প্রচুর মাও-নথিও।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)