মুড়াকাটার জঙ্গলে ফের উদ্ধার `মাওবাদী` পোস্টার
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পোস্টারে
নিজস্ব প্রতিবেদন : ফের উদ্ধার হল মাওবাদী পোস্টার। পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের মুরাকাটার জঙ্গলে উদ্ধার হয় পোস্টার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন, তৃতীয়বার বিয়েতে আপত্তি করাতেই খুন প্রাক্তন স্বামী, খড়দা খুনে চাঞ্চল্যকর তথ্য
পোস্টারে একদিকে তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তেমনই ছত্রধর মাহাতর মুক্তির দাবি করা হয়েছে। পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়েছে। জঙ্গলমহল থেকে যৌথবাহিনী প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতেই স্বামীকে হত্যার ছক, সোনারপুর খুনে ধৃত স্ত্রী
প্রসঙ্গত নভেম্বর মাসের মাঝামাঝি মুড়াকাটা থেকেই বেশ কিছু মাওবাদী পোস্টার উদ্ধার করা হয়। ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন, রাস্তার মধ্যেই আক্রমণ স্বামীর, নির্মম পরিণতি প্রাক্তন স্ত্রীর
যদিও পোস্টারগুলি আদতে মাওবাদীদের দেওয়া কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়েে তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।