Zee 24 Ghanta Exclusive: ভোটে জিততে গেলে জনসংযোগ বাড়ান, কাকে একথা বললেন দিলীপ?
দিলীপবাবু বলেন,`আমাদের দল বিচ্ছিন্ন কোনও ব্যক্তির কৃতিত্বের ওপর নির্ভর করে না। আমরা একটা দল হিসাবে কাজ করি। তাই সবার জয়ে সবার অবদান রয়েছে। যারা বারবার হারছেন তাদের বলব, জনসংযোগ বাড়ান। মানুষের কাছে যান।`
অঞ্জন রায়: রাজ্যে বিজেপির উত্থানের প্রধান কান্ডারি তিনি। লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে পৌঁছে গিয়েছেন সংসদেও। তবে আফশোস রয়ে গিয়েছে একটা। দলের রাজ্য সদর দফতর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানেই জিততে পারেনি দল। এবারও উত্তর কলকাতা কেন্দ্র থেকে হারের মুখ দেখতে হয়েছে বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে। উলটো দিকে প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করেছেন দিলীপবাবু। আর তাই নাম না করে রাহুল সিনহাকে ভোটে জেতার টোটকা দিলেন দিলীপবাবু।
মঙ্গলবার ভাইফোঁটার সকালে Zee ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নাম না-করে এদিন দিলীপবাবু রাহুল সিনহাকে বলেন, জিততে গেলে জনসংযোগ বাড়াতে হবে। মানুষের কাছে যেতে হবে। দিলীপ ঘোষের কথায়, 'আমাদের দল যখন তৈরি হয়েছিল তখন আমরা জিতব কেউ ভাবেনি। জনসংঘের জমানা থেকে অটল বিহারী বাজপায়ীর প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত আমরা শুধু হেরেছি। একসময় অটলজি বলেছিলেন, হারতে হারতে যখব হারও বিরক্ত হয়ে যাবে তখন আমরা জিতব।'
দিলীপবাবু বলেন,'আমাদের দল বিচ্ছিন্ন কোনও ব্যক্তির কৃতিত্বের ওপর নির্ভর করে না। আমরা একটা দল হিসাবে কাজ করি। তাই সবার জয়ে সবার অবদান রয়েছে। যারা বারবার হারছেন তাদের বলব, জনসংযোগ বাড়ান। মানুষের কাছে যান।'
Zee 24 Ghanta Exclusive: মমতা ডাকলে ভাইফোঁটা নিতে যাবেন? কী বললেন দিলীপ ঘোষ
এদিন একাধিক বিষয়ে জি ২৪ ঘণ্টাকে খোলামেলা মত জানান দিলীপবাবু। স্পষ্ট করেন, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নেই তাঁর। বরং দলের সংগঠেনর কাজই চালিয়ে যেতে চান তিনি।