Zee 24 Ghanta Exclusive: মমতা ডাকলে ভাইফোঁটা নিতে যাবেন? কী বললেন দিলীপ ঘোষ
দিলীপবাবু জানান, 'আমার নিজের কোনও বোন নেই। মামাতো বোন রাজারহাটে থাকে। সে আমাকে ফোঁটা নিয়ে আমন্ত্রণ জানিয়েছিল। গত রাতেই তাঁর বাড়ি থেকে ফোঁটা নিয়ে এসেছি।'
অঞ্জন রায়: মুখ্যমন্ত্রী ভাইফোঁটায় ডাকলে যাব। ভাইফোঁটার সকালে zee24ghanta.com-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
বাড়ির কালীপুজোয় রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ গ্রহণ নিয়ে এখনো আলোচনা সরগরম। রাজ্যের সঙ্গে নাগাড়ে সংঘাতের মধ্যেই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে সবাইকে চমকে দিয়েছিলেন রাজ্যপাল। কালীপুজোর রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে সস্ত্রীক বেশ কয়েক ঘণ্টা সময় কাটান তিনি। বেরিয়ে বলেন, 'আমার ভাইফোঁটায় আমন্ত্রিত থাকার ইচ্ছা ছিল। তবে কালীপুজোই বা মন্দ কী?'
এদিন রাজ্যপালের সেই মন্তব্যের সূত্র ধরে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী আমাকে ভাইফোঁটা দিতে চাইলে অবশ্যই যাব। উৎসবে রাজনীতি থাকা উচিত নয়। তবে রাজনীতির মানুষদের উৎসবে থাকা উচিত।'
দিলীপবাবু জানান, 'আমার নিজের কোনও বোন নেই। মামাতো বোন রাজারহাটে থাকে। সে আমাকে ফোঁটা নিয়ে আমন্ত্রণ জানিয়েছিল। গত রাতেই তাঁর বাড়ি থেকে ফোঁটা নিয়ে এসেছি।'
এবার জঙ্গিদের নিশানায় ক্যাপ্টেন কোহলি! হুমকি চিঠিতে নিরাপত্তা বাড়ল টিম ইন্ডিয়ার
এছাড়া মঙ্গলবার সকালে দিলীপবাবুকে ফোঁটা দেন বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সকাল ৭.৩০ মিনিট নাগাদ বিধাননগরে দিলীপবাবুর বাসভবনে গিয়ে তাঁকে ফোঁটা দেন লকেট।