নিজস্ব প্রতিবেদন: নাগরিকপঞ্জী বা এনআরসি-র প্রশ্নে বিজেপি-তৃণমূল তলেতলে এককাট্টা। রবিবার ঘটকপুকুরে এনআরসি বিরোধী সভায় এমনটাই অভিযোগ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নাগরিকপঞ্জী ভবিষ্যত নথির ভিত্তি, মন্তব্য প্রধান বিচারপতির


রাজ্যে এনআরসি লাগু করার প্রশ্ন কড়া অবস্থান নিয়েছে বিজেপি। এনিয়ে দলের নেতারা বিভিন্ন সময়ে অনুপ্রবেশকারীদের দেশের বাইরে বের করে দেওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের দাবি, রাজ্যে এনআরসি লাগু হতে দেবেন না তাঁরা। কিন্তু রবিবারের সভায় ভিন্ন দাবি করলেন মহম্মদ সেলিম।



এদিন সেলিম বলেন, ‘জাতপাত, ধর্ম-বর্ণ ভুলে এনআরসির বিরুদ্ধ এককাট্টা হচ্ছে মানুষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এনিয়ে বেশ কিছু কথা বলেছিলেন। এখন চাপে পড়ে বিজেপি বলছে আমরা তো এনআরসি বলিনি!’


আরও পড়ুন-'খুন যেন আত্মহত্যা না হয়ে যায়', সন্দেশখালির ঘটনায় মন্তব্য রাজ্যপালের, গাফিলতির অভিযোগ পরিবারের


সেলিম আরও বলেন, ‘তৃণমূল এনআরসির বিরুদ্ধে বলছিল। তৃণমূল যদি এনআরসির বিরুদ্ধে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা। এনআরসির আতঙ্কে রাজ্যে যেসব মানুষ মারা গিয়েছেন তাদের মৃত্যু প্ররোচনা দেওয়ার জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা করা উচিত। কিন্তু সেটা ওরা করছে না। এখন বোঝা যাচ্ছে তলেতলে ওরা এককাট্টা। নিজের নিজের প্রাণ বাঁচাতে চাইছে। সারদা ও নারদাকান্ডে বাঁচার জন্য ভাইপো-সহ রাজীব কুমারকে বাঁচানোর চেষ্টা করছে।’