Migrant Labourer Death: মুম্বইয়ের নির্মীয়মাণ বহুতলের ছাদ থেকে পড়ে বীরভূমের পরিযায়ী শ্রমিকের মৃত্যু
মুম্বইয়ের নবিনগর এলাকায় নির্মীয়মাণ পাঁচতলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে উত্তম মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। সেখানে নির্মীয়মাণ বহুতলের খোলা ছাদে ঘুমিয়েছিলেন। সেখানে অন্যান্য শ্রমিকরাও ছিলেন। তাঁরা সকালে ঘুম থেকে উঠে দেখেন উত্তম নেই।
প্রসেনজিৎ মালাকার: ফের বীরভূমের পরিযায়ী শ্রমিকের মৃত্যু ভিন রাজ্যে। এবার মুম্বইয়ে কাজে গিয়ে নির্মীয়মাণ বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম উত্তম মাল। তার বাড়ি বীরভূমের মুরারই থানার রাজগ্রামে।
মুম্বইয়ের নবিনগর এলাকায় নির্মীয়মাণ পাঁচতলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে উত্তম মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। সেখানে নির্মীয়মাণ বহুতলের খোলা ছাদে ঘুমিয়েছিলেন। সেখানে অন্যান্য শ্রমিকরাও ছিলেন। তাঁরা সকালে ঘুম থেকে উঠে দেখেন উত্তম নেই।
আরও পড়ুন: Bengal Weather Today: সোমবার ফের পরিবর্তন আবহাওয়ার, তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
পরে দেখা যায় বিল্ডিংয়ের নীচে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘুমের ঘোরে কোনওভাবে ছাদ থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই খবর গ্রামে আসতেই কান্নার রোল পড়ে পরিবারে।
মৃতের স্ত্রী তাপসী মাল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত স্বামীর সঙ্গে ফোনে কথা হয়েছে। শুক্রবার ফের রাতে ফোন করবে বলেছিল। কিন্তু ওটাই সে শেষ ফোন হবে তা বুঝতে পারিনি। এখন দুই ছেলেকে নিয়ে কীভাবে বেঁচে থাকব জানি না।
আরও পড়ুন: Accident in School: ক্লাস চলাকালীন ভেঙে পড়ল স্কুলের ছাদ! আহত ৯ পড়ুয়া
এদিন দুপুরে দুঃস্থ ওই পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ব্লক প্রশাসনের অফিসার থেকে মুরারই পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা। এদিকে পরিবারের পক্ষ থেকে মুম্বই থেকে দেহ ফিরিয়ে আনার খরচ জোগানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা।
বিপ্লববাবু বলেন, ‘কোনও কিছুর বিনিময়ে মৃত্যুর মতো ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবুও ওই পরিবারের হাতে কয়েকদিনের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ওই পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেই ব্যাপারে আবেদন করা হবে’।