নিজস্ব প্রতিবেদন : জানলায় বসে ট্রেন সফরের ইচ্ছা থাকে না এমন যাত্রী নেই বললেই চলে! বসা নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসাও আকছার হয়ে থাকে। কিন্তু আজকে বনগাঁর যাত্রীদের সফরটা ছিল অন্যরকম। কেন? চলুন দেখা যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আপ গোবরডাঙা লোকাল। শিয়ালদহ থেকে ৯.৪৭ মিনিটে ছেড়েছে ট্রেন। সবে ট্রেন তখন বিধাননগর স্টেশন ঢুকেছে। কামরায় উঠে আসে একটি হনুমান। সোজা গিয়ে জানলার পাশে সিট নিয়ে বসে পড়ে। এদৃশ্য দেখে তো হতবাক যাত্রীরা! সামনে যাত্রী, পিছনে যাত্রী। অথচ হনুমান বাবাজীবনের কোনও ভ্রুক্ষেপ নেই তাতে!


আরও পড়ুন, ভরসা পাচ্ছেন না, নিজেই তাই বাংলা শিখছেন অমিত শাহ! পাল্টা 'কটাক্ষ' দিলীপের


জানলা দিয়ে বাইরে দিকে তাকাত তাকাতে সোজা গোরবডাঙা পৌঁছে যায় হনুমানটি। তারপর আবার ধীরে সুস্থে প্ল্যাটফর্মে নেমে জঙ্গলের দিকে চলে যায় সে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রতিটি স্টেশনে ট্রেন থামলে জানালা দিয়ে উঁকি মেরে দেখছিল হনুমানটি। এই ঘটনায় রীতিমতো তাজ্জব ট্রেনযাত্রীরা।