নিজস্ব প্রতিবেদন:  সাপ্তাহিক লকডাউনে সক্রিয় পুলিসকর্মীরা। শহর জুড়ে কড়া নজর। উল্টোডাঙ্গায় সক্রিয় রয়েছেন পুলিসকর্মীরা।
রাস্তায় বেরনো প্রত্যেকটা গাড়ির কাগজ চেক করা হচ্ছে। প্রয়োজনীয় কারণ দেখতে পারলে তবেই তাদের ছাড়া হচ্ছে। যদি কেউ অকারণে বেরোয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বরানগরে চলছে পুলিশের নাকা তল্লাশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সল্টলেক, রাজারহাট-সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলির ওপর কড়া নজর রেখেছে পুলিস। করোনাভাইরাসের সংক্রমণ শৃঙ্খল রুখতে রাজ্যে চালু হয়েছে সাপ্তাহিক লকডাউন। এ মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে তিন দিন ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন  ঘোষণা করা হয়েছিল।


আরও পড়ুন: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, মৃত রাজ্য পুলিশের সিও দেবশ্রী চ্যাটার্জীসহ তিনজন

 কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা থাকায় পড়ুয়াদের অসুবিধার কথা বিবেচনা করে ১২ সেপ্টেম্বর অর্থাৎ নিট পরীক্ষার আগের দিনের লকডাউন প্রত্যাহার করা হয়।