নিজেস্ব প্রতিবেদন : রাজ্যে ফের ডেঙ্গিতে মৃত্যু ঘটনা ঘটল। শনিবার কলকাতার পল্লিশ্রী অঞ্চলের বাসিন্দা পঞ্চম শ্রেণির ছাত্র আবির্ভাব মজুমদারের মৃত্যু হয়েছিল। রবিবারও নতুন করে ডেঙ্গিতে মৃত্যুর খবর মিলল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। শহরের মহেন্দ্র বাগচি রোডের ওই বাসিন্দা গত ৯ অক্টোবর থেকে জ্বরে ভুগছিলেন। রবিবার তাঁর মৃত্যু হয়েছে।   


অন্যদিকে, বসিরহাটেও ডেঙ্গিতে মৃত্যু হল একজনের। মৃত গৃহবধূ বসিরহাট পশ্চিমদণ্ডির বাসিন্দা। ১২ অক্টোবর থেকে তিনি জ্বরে ভুগছিলেন। ১৬ অক্টোবর থেকে তাঁর অবস্থার অবনতি হয়। ভর্তি করা হয় কলকাতার একটি নার্সিংহোমে। গতকাল তাঁর মৃত্যু হয়েছে।


আরও পড়ুন- 'ডেঙ্গিতে মৃত্যু' কলকাতার স্কুলছাত্রের