'ডেঙ্গিতে মৃত্যু' কলকাতার স্কুলছাত্রের

Updated By: Oct 21, 2017, 02:31 PM IST
'ডেঙ্গিতে মৃত্যু' কলকাতার স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদন : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ক্লাস ফাইভের এক স্কুলছাত্রের। মৃত ছাত্র আবির্ভাব মজুমদার বিজয়গড়ের পল্লিশ্রী অঞ্চলের বাসিন্দা। কলকাতার একটি নামী স্কুলে পড়ত সে। 

জানা গেছে, দিন পাঁচেক আগে অসুস্থ আবির্ভাবকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোরে মৃত্যু হয় আবির্ভাবের। আবির্ভাবের ডেথ সার্টিফিকেটে 'ডেঙ্গিতে মৃত্যু' বলে উল্লেখ করা রয়েছে। টাইপ ফোর ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল আবির্ভাব। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গেছে।

রাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সরকারি মতে মৃতের সংখ্যাটা যদিও ৩১, তবে বেসরকারি মতে সংখ্যাটা বহু।

আরও পড়ুন, হেলমেটহীন বাইক আরোহীকে ধরতে গিয়ে আক্রান্ত পার্ক স্ট্রিট থানার এএসআই

.