নকিবুদ্দিন গাজী: আবাসের তালিকায় নাম রয়েছে। কিন্তু সরকারি প্রকল্পের বাড়ি নিতে রাজি নন ডায়মন্ডহারবারে যুবক আনিসুর রহমান। তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উপহারও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mamata Banerjee: ট্যাব জালিয়াতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, নিশানায় বিজেপি শাসিত রাজ্যের যোগ...


স্থানীয় সূত্রে খবর, ডায়মন্ডহারবারের মড়িগাছি এলাকার বাসিন্দা আনিসুর। পেশায় তিনি গৃহশিক্ষক। তখন মাটির বাড়িতে থাকতেন। ২০১৮ সালে সরকারি আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছিলেন আনিসুর। সেই তালিকাই এখন প্রকাশ করা হয়েছে। আর তাতে নাম রয়েছে ওই যুবকের।


এদিকে চলতি বছরেই পাকা বাড়ি বানিয়ে ফেলেছেন আনিসুর। এখন আর আবাস যোজনার বাড়ি নিতে চান না তিনি। তালিকা প্রকাশ্য়ে আসার পর, বাড়ি দিতে চেয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন তিনি। এই খবর সম্প্রচারিত হতেই আনিসুরকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। আজ, শুক্রবার সকালে মড়িগাছিতে আনিসুরের বাড়িতে যান স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার-সহ তৃণমূলের এক প্রতিনিধিদল। অভিষেকের শুভেচ্ছাবার্তা উপহার তুলে দেন ওই যুবকের হাতে। আপ্লুত ওই গৃহশিক্ষক। 


প্রধানমন্ত্রী আবাস যোজনা ধাঁচে এবার বাংলা আবাস যোজনা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্জনার অভিযোগ তুলে নয়া প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুজো আগে সেপ্টেম্বরে তিনি জানিয়েছিলেন, মানুষকে আবাসের টাকা রাজ্যই। কবে? চলতি বছরের ডিসেম্বরে বাড়ির তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হবে।  নটাকা বিলির আগে এখন আবাসের তালিকা স্কুটিনি করছে প্রশাসন।  অভিযোগ, আবাসের তালিকা থেকে বেশ কিছু নাম বাদ পড়েছে, তেমনি বাড়ি রয়েছে, এমন অনেকেও নাম রয়েছে তালিকা। জেলায় জেলায় চলছে বিক্ষোভ।


আরও পড়ুন: Berhampore: বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ-ইন, ভাড়াবাড়ি থেকে মিলল তরুণীর পচাগলা দেহ! হাড়হিম বহরমপুর...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)