Berhampore: বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ-ইন, ভাড়াবাড়ি থেকে মিলল তরুণীর পচাগলা দেহ! হাড়হিম বহরমপুর...

নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে তরুণীর বয়ফ্রেন্ডকে গ্রেফতার করেছে পুলিস। 

Updated By: Nov 15, 2024, 04:20 PM IST
Berhampore: বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ-ইন, ভাড়াবাড়ি থেকে মিলল তরুণীর পচাগলা দেহ! হাড়হিম বহরমপুর...

সোমা মাইতি: বহরমপুরের ভাড়াবাড়ি থেকে তরুণী পচাগলা দেহ উদ্ধার। গ্রেফতার করা হয়েছে তরুণীর বয়ফ্রেন্ডকে। বহরমপুরের চুয়াপুরের ঘটনা। পুলিস জানিয়েছে, ভাড়া বাড়ির তিন তলা থেকে ওই তরুণী দেহ উদ্ধার হয়। ওই ভাড়া বাড়িটিতে তরুণী তার বয়ফ্রেন্ডকে নিয়ে দীর্ঘদিন ধরেই থাকতেন। 

Add Zee News as a Preferred Source

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, ওই তরুণীকে খুন করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে তরুণীর বয়ফ্রেন্ডকে গ্রেফতার করেছে পুলিস। এখন যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করবে পুলিস। অভিযুক্ত প্রেমিকের বাড়ি লালগোলায়। যুবতীর বাড়ি বেলডাঙায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিহত ওই তরুণী এর আগে একাধিকবার নানান অসামাজিক কাজকর্মের জন্য গ্রেফতার হয়েছিল।

প্রসঙ্গত, এই ঘটনা মনে করিয়ে দেয় বয়ফ্রেন্ডের হাতে সুতপা চৌধুরীর খুনের ঘটনাকে। বহরমপুরেই ঘটনাটি ঘটে কয়েক বছর আগে। মেসে ঢোকার মুখে প্রেমিকের হাতে ছুরির এলোপাতাড়ি কোপে খুন হন সুতপা। সম্পর্কের টানাপোড়েনের জেরেই প্রেমিকা সুতপাকে নৃশংসভাবে খুন করে তার বয়ফ্রেন্ড। 

আরও পড়ুন, Canning: জন্মদাতা বাবা-মা পগারপার, পথে পড়ে পায়ে শিকলবন্দি শৈশব!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.