বাবার পদত্যাগ! ছেলে জানালেন `তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকব`
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের তৃণমূল ছাড়ার ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যেই দলে থাকার জোর বার্তা দিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। বাবার পদত্যাগে একেবারেই বিচলিত নন। বরং বড় উইকেটের পতনে কীভাবে ক্রিজে পড়ে থেকে রান তুলে নিতে হয়, সেটাই এক কথায় বুঝিয়ে দিলেন 'ক্রিকেট বোদ্ধা' শুভ্রাংশু। তৃণমূলের কর্মসমিতি কমিটি থেকে মুকুল রায়ের ইস্তফা, এই খবর জানার পর ২৪ ঘণ্টা ডট কমকে দেওয়া প্রতিক্রিয়ায় বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় জানালেন, "আমার কিছু বলার নেই। দলের উচ্চ নেতৃত্বরা যা বলার বলবেন। তবে আমি ব্যক্তিগত ভাবে এটাই বলব, আমি দলে আছি, দলেই থাকব। "
জল্পনা চলছিলই। আজ সেই 'যুক্তি-তর্কে'র যবনিকা টানলেন তৃণমূলের একদা সেনাপতি মুকুল রায়। বিজেপির সঙ্গে মেলামেশা এবং প্রতিনয়িত যোগাযোগের 'অভিযোগে'র ভিত্তিতে দল তাঁকে সহ-সভাপতির পদ থেকে অপাসারিত করেছে অনেক দিন আগেই। সম্প্রতি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "তাঁর (মুকুল রায়) উপর নজর রাখছে দল।" মুকুল রায়কে উদ্দেশ করে পার্থ চট্টোপাধ্যায় এও বলেন, "বিজেপির দোসর তৃণমূলের বন্ধু হতে পারে না।" এর পরই শুরু হয় জল্পনা, তাহলে কী এবার পাকাপাকিভাবেই তৃণমূল-মুকুলে ছেদ পড়তে চলেছে? পুজোর শেষ পর্যন্ত আর অপেক্ষা করতে হল না, পঞ্চমীতেই মুকুল রায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েদিলেন, "কর্মসমীতি কমিটি থেকে ইস্তফা দিচ্ছি। পুজোর পর রাজ্যসভার পদ থেকেও পদত্যাগ করব"। রাজনৈতিক একাংশের মত একদা তৃণমূলের চাণক্য হিসাবে খ্যাত মুকুলের এই সিদ্ধান্তে এবার কার্যত কোণঠাসা তৃণমূলই। তৃণমূল অন্দরে কান পাতলে অবশ্য শোনা যাচ্ছে, বিজেপিতে যেতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন মুকুল রায়।