নিজস্ব প্রতিবেদন: 'যেভাবে আন্দোলন করে টাটাকে তাড়িয়েছে, তাতে বাংলায় শিল্পের পথ অবরূদ্ধ হয়ে গিয়েছে।' সিঙ্গুরের জনসভা থেকে এবার তৃণমূলকে (TMC )বিঁধলেন মুকুল রায় (Mukul Roy)। তাঁর আক্ষেপ, 'সিঙ্গুরে পা দিলেই একটা পাপ বোধ হয়।' মুখ্যমন্ত্রীকে বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) কটাক্ষ, 'বলেছিলেন আমি কৃষি চাই, শিল্প চাই না। টাটাকে টাটা বাই বাই করে দিয়েছিলেন। কোথাও শিল্প! কোথাও কৃষি! দশ বছরে কিছুই হয়নি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'আমি ভুল কিছু বলিনি', Abhishek-র বিরুদ্ধে এবার বোমা ফাটালেন Suvendu


উল্লেখ্য, স্লোগান উঠেছিল, 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ'। কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সিঙ্গুরে শিল্প স্থাপনে ব্য়র্থ হন রাজ্যের তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। টাটাদের ন্যানো কারখানার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রবল আন্দোলনের মুখে একলাখি গাড়ির কারখানা চলে গিয়েছিল গুজরাটে (Gujarat)। রাজনৈতিক মহলের মতে, টাটারা (Tata Motors) সিঙ্গুর ছাড়লেও, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পৌঁছে গিয়েছিলেন মহাকরণে। এই সিঙ্গুর আন্দোলনের সময়ে তৃণমূলের (TMC) নম্বর টু ছিলেন মুকুল রায় (Mukul Roy)। 


মাঝে পেরিয়ে গিয়েছে এক দশক। দলবদলে এখন বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন মুকুল (Mukul Roy)। দিন কয়েক আগে যখন সিঙ্গুরে শিল্প ঘোষণা করেন, তখন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন তিনি। বলেছিলেন, 'শেষে চৈতন্য হয়। কোনও চৈতন্যই সঠিক সময়ে হয় না। এতদিনে বুঝতে পারলেন, ওই জমিতে চাষ হবে না। অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মানুষ বোঝেই না। ইন্ডাস্ট্রি শব্দটা জুড়ে দিলে মানুষকে বিভ্রান্ত করাটা সহজ হয়। নতুন সরকার ভাববে, ওই জমিতে কী হবে!'  বস্তুত সিঙ্গুর আন্দোলন যে তাঁর রাজনৈতিক জীবনের বড় ভুল ছিল সেকথা স্বীকারও করেছেন একাধিকবার। 


আরও পড়ুন: 'বাংলার মহিলারাই বিজেপিকে জবাব দেবে', কড়া আক্রমণ চন্দ্রিমার


এদিন বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচিতে যোগ দিয়ে সিঙ্গুরে জনসভা করেন মুকুল রায় ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে করে হুগলির সাংসদ বলেন, 'সিঙ্গুরকে হাতিয়ার করে, সিঙ্গুরের চাষীদের হাতিয়ার করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বলেছিলেন, আমি কৃষি চাই, শিল্প চাই না। টাটাকে টাটা বাই বাই করে দিয়েছিলেন। সুন্দর করে শস্য শ্যামলা করে দেবেন! কোথাও কৃষি, কোথাও শিল্প! দশ বছরে কিছুই হয়নি।'