নিজস্ব প্রতিবেদন : নববর্ষের আনন্দে মশগুল নবাবি শহর বহরমপুর। নতুন বছরকে স্বাগত জানাতে এদিন বহরমপুর শহরে এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল পড়ুয়ার দল এই শোভাযাত্রায় অংশ নেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, নববর্ষের সকালে দক্ষিণেশ্বর মন্দিরে 'কেঁদে ভাসালেন' তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি


ভৈরব তলা ঘাট থেকে শুরু হয় শোভাযাত্রা। শহরের বিভিন্ন এলাকা ঘুরে শোভাযাত্রা পৌঁছয় রবীন্দ্রসদনে। শোভাযাত্রার মধ্যে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। রাইবেশ নৃত্য, সাঁওতালি নাচ, রণপা, বাউল গান সবমিলিয়ে একেবারে খাঁটি বাংলিয়ানা।


আরও পড়ুন, অশান্তির লেশমাত্র আর নেই, বর্ষবরণের আনন্দে মাতোয়ারা আসানসোল


এদিন শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির পরিচয়বহনকারী বিভিন্ন ধরনের প্রতীকী শিল্পকর্ম বহন করা হয়। বাংলার লোক সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়। শোভাযাত্রায় ছিল বিভিন্ন মুখোশও। টোটো গাড়িগুলি সাজানো হয়েছিল মুখোশ দিয়ে।