Nadia: টিউশনের নামে বেরিয়ে `গায়েব`, নাবালক প্রেমিক যুগলকে যেভাবে পাওয়া গেল একটি ঘরের মধ্যে!
দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : দুজনেই নাবালক-নাবালিকা। দুজনেই নবম শ্রেণির ছাত্রী। ঘরের ভিতর থেকে উদ্ধার হল সেই নাবালক প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার সত্যপুর গ্রামে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, সত্যপুর গ্রামের সোনাতলা স্কুলের পড়ুয়া ছিল দুজনেই। দুজনের বাড়ি নাকাশিপাড়া থানার ছোট শিমুলিয়া গ্রামে। দুজনেই পড়তে যাওয়ার নাম করে সকালে বাড়ি থেকে বের হয়। তারপর সত্যপুরে একটি ঘরের ভেতর থেকে উদ্ধার হয় যুগলের ঝুলন্ত দেহ। প্রতিবেশীরাই প্রথম দেহটি দেখতে পান।
তারপর তাঁরাই থানায় খবর দেন। খবর পেয়ে আসে নাকাশিপাড়া থানার পুলিস। পুলিস এসে দেহ দুটি উদ্ধার করে। দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিস।
আরও পড়ুন, Bhangar: ১৪ বিঘে জমির জন্য ভাঙড়ে মহিলাকে গুলি করে খুনের হুমকি TMC নেতার, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
বিবাহ বহির্ভূত সম্পর্কে হাতেনাতে ধরা পড়তেই 'শাস্তি'! মধ্যযুগীয় বর্বরতার শিকার মহিলা
Khidirpur: বন্ধুদের সঙ্গে বাজি ধরে আদি গঙ্গায় ঝাঁপ, কিশোরের মর্মান্তিক পরিণতি
Kalna: পরপুরুষের সঙ্গে স্ত্রীর 'ঘনিষ্ঠতা'! সন্দেহের বশে 'ভয়ঙ্কর' পদক্ষেপ যুবকের