নিজস্ব প্রতিবেদন : বিধানসভা ভোটের আগে ফের বড় ধাক্কা তৃণমূলে (TMC)। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরদিনই ঘাসফুলের হাত থেকে আস্ত একটা পঞ্চায়েত ছিনিয়ে নিল পদ্মবাহিনী (BJP)। এদিন নদিয়ার (Nadia) ভাতজংলা গ্রাম পঞ্চায়েতের হাতবদল হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের দিনক্ষণ ঘোষণার পর প্রথম দলবদল। এদিন নদিয়ার (Nadia) ভাতজংলা গ্রামপঞ্চায়েতের ৬ জন তৃণমূল সদস্য ঘাসফুল ছেড়ে যোগ দিলেন পদ্মফুলে। আর তাতেই উল্টে গেল পাশা। এরফলে ভাতজংলা গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়ল তৃণমূল (TMC)। আর সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল বিজেপি। ফলে ভাতজংলা গ্রাম পঞ্চায়েত চলে এল বিজেপির (BJP) দখলে। এদিন মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন ভাতজংলা গ্রাম পঞ্চায়েত সদস্যরা।


আরও পড়ুন, 'বাংলা নিজের মেয়েকেই চায়', বলছে এবার BJP-ও!


প্রসঙ্গত, ২৭ আসনের গ্রাম পঞ্চায়েত ভাতজংলা। গত পঞ্চায়েত নির্বাচনে তারমধ্যে তৃণমূল কংগ্রেস (TMC) পেয়েছিল ১৪টি আসন। আর বিজেপি (BJP) পেয়েছিল ৯টি আসন। আজ তৃণমূলের ৬ জন সদস্য পদ্মশিবিরে যোগ দেওয়ায়, বিজেপির দিকে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। অন্যদিকে, তৃণমূলের সদস্যসংখ্যা ৮-এ নেমে গেল। 


আরও পড়ুন, WB Assembly Election 2021 : বড় খবর! ১৩০ আসনের সম্ভাব্য প্রার্থী কে কে, নাম প্রস্তাব রাজ্য BJP-র


'জোড়হাতে' ক্ষমা চাইলেন Anubrata