বিশ্বজিত্ মিত্র: জামাইষষ্ঠীর দিনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মেয়ে জামাই আসবে বলে ঘরদোর সাফ করছিলেন শ্বশুড়ি। আর তা করতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নদিয়ার শান্তিপুরের ওই ঘটনায় শোকস্তব্ধ এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শান্তিপুরের কন্দখোলা নতুন পাড়া এলাকার বাসিন্দা অষ্টমী মজুমদার(৫৫) আজ সকাল থেকেই বেশ ব্যাস্ত ছিলেন। কারণ জামাইষষ্টিতে আসবে মেয়ে জামাই। তাই ঘরদোর সাফসুতরো করছিলেন। স্বামী গিয়েছিলেন বাজারে। ঘরে চলছিল টেবিল ফ্য়ান। অসাবধানতাবশত সেই ফ্যান উল্টে পড়ে যায় অষ্টমীর গায়ের উপরে। তাতেই বিদ্যুত্স্পষ্ট হয়ে মেঝেতে পড়ে যান অষ্টমীদেবী।



এদিকে, অষ্টমীদেবীর স্বামী বাজার থেকে ফিরে এসে দেখেন, ঘরের মেঝেতে অচৈতন্য পড়ে রয়েছে অষ্টমীর দেহ। তার গায়ের উপরে বিদ্যুত্ সংযোগ অবস্থায় পড়ে রয়েছে টেবিল ফ্যানটি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অষ্টমীদেবীরে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুতের শকে হাতের কিছুটা অংশ ঝলসে গিয়েছে অষ্টমীদেবীর।


আরও পড়ুন-TMC Councillor Sushanta Ghosh: কসবার গন্ডগোলে নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কাউন্সিলরের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)