নিজস্ব প্রতিবেদন : বিজেপিতে যোগদান করলেন নৈহাটি পৌরসভার এক পুর পারিষদ সদস্য। নৈহাটি পুরসভার দলত্যাগী পারিষদ সদস্যের নাম গণেশ দাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 শুক্রবার বিকালে অর্জুন সিং,মুকুল রায় এবং ফাল্গুনী পাত্র তাঁর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। গণেশ দাসের দলত্যাগ প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিক বৈঠকে মুকুল রায় দাবি করেন, "এখানেই শেষ নয়, আরও অনেক তাবড় তাবড় নেতা পা বাড়িয়ে আছেন। শেষমেষ মমতা ব্যানার্জিকে না এই দলে আসতে হয়!"


আরও পড়ুন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে রবীন্দ্রনাথ ঘোষকেও এবার শোকজ কমিশনের


তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী গণেশ দাস অভিযোগ করেন, তাঁকে পুরসভার কোনও কাজে গুরত্ব দেওয়া হত না। তাই তিনি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় গণেশ দাসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।


আরও পড়ুন, বিধানসভা নির্বাচনের 'রেকর্ড ভেঙে' ১০ দিনে উদ্ধার ৬ কোটি টাকা! উদ্বেগে কমিশন


তিনি পাল্টা দাবি করেছেন, গণেশ দাস ভাটপাড়া বিধায়ক তথা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং ঘনিষ্ঠ ছিলেন। আর সেকারণেই তাঁর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত। তবে গণেশ দাসের বিজেপিতে যোগদান পুরবোর্ডে কোনও প্রভাব ফেলবে না। বোর্ড ভেঙে যাওয়ার কোনও সম্ভাবনা-ই নেই।