নিজস্ব প্রতিবেদন: চেন সিস্টেমে চিটফান্ডের কায়দায় বড় কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রমরমিয়ে চলছিল প্রতারণা। এমনই অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রমরমিয়ে কোচবিহারে কারবার ফেঁদেছিল একটি চক্র। ঘটনায় এক চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মাঝরাতে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা ৭০ বছরের বৃদ্ধর, পুরুষাঙ্গ কাটল ক্যানিং-এর গৃহবধূ


অভিনব কায়দায় প্রতারণার ছক তৈরি করেছিল দুষ্কৃতিরা। ২৫ হাজার টাকার বিনিময়ে চাকরির প্রলোভনও দেওয়া হত তাদের। সঙ্গে আরও কয়েকজন যুবককে আনার শর্তও দেওয়া হত। জানানো হত এই সিস্টেম চালু রাখলেই মিলবে মাসের মাইনে। এভাবেই ছড়িয়েছিল প্রতারণা চক্র।


আরও পড়ুন: শান্তিনিকেতনে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভাই
অবশেষে নদীয়ার এক যুবক এই প্রতারকদের খপ্পরে থেকে বেরিয়ে এসে অভিযোগ জানায় পুন্ডিবাড়ী থানায় । শুরু হয় তদন্ত। বিভিন্ন জায়গায় হানা দিয়ে গ্রেফতার করা হয় সাগর গারাই , গৌতম সিট-সহ ৫ প্রতারককে। বেসরকারি কোম্পানিতে চাকরির প্রতিশ্রুতিতে বেকার যুবকদের থেকে ২৫ হাজার টাকা করে নিত এই চক্র। প্রায় ১ হাজার যুবক গোটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অনুমান পুলিসের।