কিরণ মান্না: তৃণমূলের বেশকিছু কর্মসূচি কিছুটা এড়িয়েই চলছিলেন নন্দীগ্রামে দলের পুরনো সৈনিক সেখ সুফিয়ান। মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে একপ্রকার তৃণমূলের মঞ্চে ধরে আনলেন কুণাল ঘোষ। রবিবার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে নন্দীগ্রাম সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিজয়া সম্মিলনীর আয়োজন করে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ ওই অনুষ্ঠানে গিয়ে দেখেন সেখানে নেই সেখ সুফিয়ান। তা দেখেই সোজা সুফিয়ানের বাড়ি ছোটেন কুণাল ঘোষ। তাঁকে বুঝিয়ে সুঝিয়ে শেষপর্যন্ত নিজের গাড়িতে চাপিয়ে এনে মঞ্চে তোলেন। সেখানে তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পীয়ূষ ভুঁঞা ও নন্দীগ্রাম ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের সঙ্গে সুফিয়ানের হাত মিলিয়ে দেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Howrah Money Recover: গাড়ি থেকে উদ্ধার কোটি টাকা-গহনা, শিবপুরের বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে তল্লাশি পুলিসের


নন্দীগ্রামে ব্লক কমিটি তৈরি করা নিয়ে দলের নেতৃত্বের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় সেখ সুফিয়ানের। তার পর থেকেই দলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছিল না নন্দীগ্রাম আন্দোলনের আদি সৈনিক সেখ সুফিয়ানকে। ব্লক কমিটি ঘোষণার সময়ে এবার তৃণমূল শীর্ষ নেতৃত্ব নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি করে বাপ্পাদিত্য গর্গকে। সুফিয়ানের পছন্দ ছিল স্বদেশ দাস। অন্যদিকে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে মহাদেব বাগকে সরিয়ে ব্লক সভাপতি করা হয় শিবশঙ্কর বেরাকে। এর পাশাপাশি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান হিসেবে পীয়ূষ ভুঁঞার নাম ঘোষণার দিনই রাস্তার টায়ার জ্বালিয়ে দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পাশাপাশি বাপ্পাদিত্য গর্গের নাম ঘোষণার পরদিন সেখ সুফিয়ানের বাড়িতে এসে তৃণমূল কর্মীদের একাংশ বৈঠক করে গণ ইস্তফার হুঁশিয়ারি দেন। তার পর থেকে দল থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছিলেন সুফিয়ান। আজ কুণাল ঘোষ সবাইকে এক মঞ্চে এনে জড়ো করার পর সেই দূরত্ব কিছুটা ঘুঁচলো কিনা তা অবশ্য সময়ই বলবে।


রবিবারের সুফিয়ানকে মঞ্চে আনা নিয়ে কুণাল ঘোষ বলেন, এটা মেলানোর বিষয় নয়। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে পার্টির জুনিয়ার, সিনিয়ার সবাই রয়েছেন। এটা একটা পরিবার। তাই সবাই এসেছেন।


যাঁকে নিয়ে এত কথা সেই সেখ সুফিয়ান বলেন, বাড়ি থেকে নিয়ে আসার কোনও ব্যাপারই নয়। ২০০১ সালে তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের হয়ে কাজ শুরু করেছি। আমাদেরই কাঁধে পা দিয়ে একজন গদ্দার নেতা হয়েছে।  সে এখন তৃণমূলকে ভুলে গিয়েছে। এখন আমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাব, এটা হবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। এখানে তৃণমূল কংগ্রেস এক। এখানে কোনও বিভাজন নেই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)