নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে অশান্তি অব্যাহত। ফের উত্তপ্ত নন্দীগ্রাম। এবার পথে তৃণমূল। ভূতার মোড়ে রাস্তায় টিন ফেলে বিক্ষোভ-অবরোধ চলতে থাকে। বিক্ষোভকারীদের দাবি, বিজেপির ভুয়ো অভিযোগের ভিত্তিতে রাতভর বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার চালাচ্ছে পুলিস। গত মঙ্গলবারই শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে তাঁর অনুগামীদের ওপর হামলার অভিযোগ ওঠে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে দাবি করে বিজেপি। ভাঙচুর হয় একাধিক বাস-গাড়িতে। ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিস দোষীদের দ্রুত গ্রেফতার না করলে, বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে এবার তল্লাসির নামে পুলিসি অত্যাচারের অভিযোগে পথে নামল শাসক দল। 


আরও পড়ুন: পুর প্রশাসকের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত 'বেআইনি', High Court-এ সৌমেন্দু অধিকারী


দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে মিছিলে তাঁর অনুগামীদের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলার ঘটনার পর আজ আহতদের দেখতে আজ যান শুভেন্দু অধিকারী। জানিয়েছেন,  অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে পুলিসের সঙ্গেও কথাও বলবেন তিনি। কালকের পর আজও নন্দীগ্রামে ফের উত্তেজনা ছড়ায়। মহম্মদপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ হামলা চালিয়েছে বিজেপি। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।