নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক হিংসায় নিহত হন কেতুগ্রামের বিজেপি সমর্থক বলরাম মাঝি(২২)। মঙ্গলবার তাঁর বাড়িতে এল জাতীয় মানবাধিকার কমিশনের ২ সদস্যের প্রতিনিধিদল। বলরামের পরিবারের সঙ্গে কথা বলেন কমিশনের আধিকারিক বিমলজিত্ উপ্পল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভোটাভুটিতে রাজ্য বিধানসভায় পাস বিধান পরিষদ গঠনের প্রস্তাব, তীব্র বিরোধিতা বিজেপির   


ভোটের ফল প্রকাশের পর গত ৪ মে বলরাম মাঝির বাড়িতে চড়াও হয় তৃণমূল সমর্থকরা। এমনটাই অভিযোগ বলরামের পরিবারের। তাদের দাবি, পরিবারের লোকজন হামলাকারীদের বাধা দিলে তাদেরও মারধর করা হয়।


আরও পড়ুন-ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে, Mukul-র স্ত্রী বিয়োগে বাড়ি গিয়ে সমবেদনা Mamata-র 


ওই হামলার ঘটনায় গত ৫ মে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে(Burdwan Medical College) মৃত্যু হয় বলরামের। নিহতের বাবা মৃত্যুঞ্জয় মাঝি বলেন, উপর থেকে লোক এসেছিল। ওরা জানতে চাইলেন ছেলে কীভাবে খুন হল। সবটাই বললাম ওঁদের। বলরামের পরিবার ছাড়াও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেন মানবাধিকার কমিশনের কর্মীরা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)