Weather: বৃষ্টি থেকে আপাতত রেহাই; তাপমাত্রা আরও খানিকটা নামবে কবে, জানাল আবহাওয়া দফতর
আৃবহাওয়া দফতরের পূর্বভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্র কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিবেদন: জাওয়াদ বিদায় নেওয়ার পরও রেহাই মিলছিল না। দক্ষিণবঙ্গ ছিল মেঘের ঘনঘটা। কয়েকদিন আগেও ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গ। এবার তা কাটতে চলেছে।
রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে উঠেছে চড়া রোদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, আপাতত দুই বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া। এখন প্রশ্ন ডিসেম্বরের প্রায় অর্ধেক হয়ে গেল। উপভোগ করার মতো শীত আসবে কবে?
আরও পড়ুন-Narendra Modi: ব্যাঙ্ক ডুবলে কী হবে গ্রাহকদের, বড় ঘোষণা মোদীর
আৃবহাওয়া দফতরের পূর্বভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্র কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়ায়। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। বেশ কয়েকদিন থাকতে পারে এই তাপমাত্রা।
কলকাতার বাইরে জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রিরও বেশ খানিকটা নীচে চলে যেতে পারে। ফলে শীতের আমজে থাকছে কলকাতা ও জেলাজুড়ে।