নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদে নিমতিতা রেলস্টেশনে বিস্ফোরণকাণ্ডে (Nimtita Blast) তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসকে (Emani biswas) জেরা করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সূত্রের খবর, সুতির তৃণমূল প্রার্থীকে প্রায় ঘণ্টা তিনেক জেরা করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৭ ফেব্রুয়ারি রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যান রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain)। আচমকা বিস্ফোরণে জখম হন তিনি। আহত হন আরও অনেকে। জাকিরকে (Jakir Hossain) আনা হয় কলকাতার এসএসকেএমে। ওই ঘটনায় সুতির তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসকে (Emani biswas) জেরা করল এনআইএ (NIA)। জানা গিয়েছে, ইমানির সঙ্গে জাকিরের রাজনৈতিক বিরোধ রয়েছে। তবে এনআইএ জেরায় প্রতিহিংসার অভিযোগ করেছে শাসক দল।


নিমতিতাত বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমেছিল সিআইডি (CID)। পরে তদন্ত শুরু করে এনআইএ (NIA)।


আরও পড়ুন- West Bengal Election 2021: 'BJP-তে যোগ দেওয়ার বাকিটা কী আছে!',স্বীকারোক্তি TMC সাংসদ Sisir-র