নিজস্ব প্রতিবেদন : মিহির গোস্বামীকে দিয়ে শুরু, একাধিক তৃণমূল বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। সোমবার থেকেই শুরু হবে যোগদান। এদিন এমনই দাবি করলেন  বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবারই নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। বিজেপিতে যোগ দিয়েই ফের তৃণমূলের উদ্দেশে তোপ দেগেছেন তিনি। এদিন নিশীথ প্রামাণিক দাবি করলেন, মিহির গোস্বামীর পর বড়সড় ভাঙনের পথে তৃণমূল কংগ্রেস। সোমবার থেকেই বিজেপিতে সেই যোগদান প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। নিশীথবাবুর দাবি, খুব শিগগিরই তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল কংগ্রেস। যার যাত্রা শুরু করেছেন মিহির গোস্বামী।


যদিও, নিশীথ প্রামাণিকের দাবি উড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সাফ কথা, "এমন কোনও চান্স-ই নেই। বিষ খেয়ে মরব তবু ভালো, কিন্তু বিজেপিতে যোগদানের কোনও প্রশ্ন-ই ওঠে না। বিজেপি একটা সাম্প্রদায়িক দল। ওদের ধারেকাছেও যাব না। যতদিন বাঁচব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকেই তৃণমূল কংগ্রেস করব। লড়াই, আন্দোলন করব। মানুষের জন্য কাজ করব।" 


পাশাপাশি এদিন কয়লা কাণ্ডেও তোপ দাগেন নিশীথ প্রামাণিক। বলেন, "সিবিআইয়ের নজরে রয়েছে কোল মাফিয়ারা। আর কোল মাফিয়াদের সাথে কাদের কাদের যোগ রয়েছে, তা খুব শিগগিরই স্পষ্ট হতে  যাচ্ছে।" ওয়াকিবহল মহলের মতে, নিজের বক্তব্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিত করেছেন নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তার খোঁজে মরিয়া হয়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই।


আরও পড়ুন, উচ্চাকাঙ্ক্ষার জন্য যদি কেউ মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, আপনারা মানবেন? : অভিষেক


আরও পড়ুন, একুশের পর দিলীপ ঘোষকে আর রাজ্যে দেখা যাবে না : ব্রাত্য বসু