নিজস্ব প্রতিবেদন: বিতর্কিত CAB (Citizenship Amendment Bill) বিল নিয়ে নিয়ে শুরু থেকেই বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল সরকার। আজ ফের সাংবাদিক বৈঠক করে ওই একই কথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শক্রবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে NRC-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেত্রী। পাশাপাশি CAB,NRC বিরোধিতায় একাধিক কর্মসূচিরও ডাক দিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দিঘা থেকে কী বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখে নিন এক ঝলকে। 


*শুরু থেকেই CAB, NRC-র বিরোধিতা করেছেন তৃণমূল সরকার। আজও একই কথা বলব
*পশ্চিমবঙ্গে NRC করতে দেবে না আমাদের সরকার। ভয়ের কারণ নেই, যেমন শান্তিতে আছেন তেমনই থাকবেন। 
*দেশে স্বাধীনতা আন্দোলন করে যেই অধীকার পাওয়া গিয়েছে তা বজায় থাকবে। 
*দেশ রক্ষা করতে যদি আরেকটা স্বাধীনতা আন্দোলন করতে হয় আমি তাই করব
*বিজেপির অনেক টাকা। কোটি কোটি টাকা খরচ করে এসব করে। এগুলোর কোনও মূল্য নেই।
*আমি জেলে যেতে রাজি, ক্যাব এনআরসি মেনে দেশকে খন্ডিত করতে দেব না।
*ধর্মের নামাবলী গায়ে দিয়ে সব কাজে পার পাচ্ছে বিজেপি। দেশকে দ্বিখন্ডিত করতে চাইছে বিজেপি, গায়ের জোরে পাল্টাতে চাইছে কেন্দ্র। তা হতে দেওয়া যাবে না। 
*জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিল দুঃখজনক। 
*মাথা ঠান্ডা করে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। নিপীরিত, বঞ্চিতদের হয়ে এগিয়ে যেতে হবে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই মনে রাখুন। 


NRC, CAB-র বিরোধিতায় একাধিক কর্মসূচির ডাক দিয়েছে নেত্রী। সোমবার বেলা ১টায় বাবাসাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে জোরাসাঁকোতে। মঙ্গলবার মিছিল হবে দক্ষিণ কলকাতার ৮বি বাসস্ট্যান্ড থেকে। বুধবার জেলায় জেলায় মিছিলের নির্দেশ দিয়েছেন মমতা।