টিকার ডবল ডোজ নিয়ে কমল উদ্বেগ, শিলিগুড়ির বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিত্সকের
সুজিত দেবনাথ বলেন, ভ্যাকসিন নেওয়ার পর থেকেই জ্বর, গা-হাত-পায়ে ব্যথা শুরু হয়েছে। খুব আতঙ্কের মধ্যে রয়েছি
নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিনের ২টি ডোজ একসঙ্গে নিয়ে বিপদের আশঙ্কায় অস্থির শিলিগুড়ির ফুলবাড়ীর বাসিন্দা সুজিত চন্দ্র দেবনাথ। তাঁর দাবি, বাধা দেওয়া সত্বেও কিছুক্ষণের ব্যবধানে তাঁকে ভ্যাকসিনের দুটি ডোজ দিয়ে দেন স্বাস্থ্যকর্মী। ওই খবর প্রকাশের পর সুজিতবাবুর বাড়িতে গেলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কোভিড কেয়ার ইউনিটের সদস্য ডা কল্যাণ খান।
আরও পড়ুন-শুভেন্দু এলেও ওঁর সঙ্গে দেখাই করিনি, সাফ জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা
শুক্রবার সুজিত দেবনাথের বাড়িতে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন ডা কল্যাণ খান। তাঁকে পরীক্ষা করে কল্যাণবাবু বলেন, সুজিত দেবনাথের শারীরিক অবস্থা স্বাভাবিক। চিন্তার কোনও কারণ নেই। ভবিষ্যতে কোনও সমস্যা হলে আমরা ওঁর পাশে থাকব।
অন্যদিকে, ডবল ভ্যাকসিন(Covid Vaccine) প্রাপক সুজিত দেবনাথ বলেন, গত ২৯ জুলাই আমাকে করোনা ভ্যাকসিনের ২টি ডোজ দেওয়া হয়েছে। এনিয়ে সঙ্গে সঙ্গেই সিস্টারদের জানাই। কিন্তু ওরা আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই জ্বর, গা-হাত-পায়ে ব্যথা শুরু হয়েছে। খুব আতঙ্কের মধ্যে রয়েছি।
আরও পড়ুন-রাজ্যে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার: Suvendu
সুজিতবাবুর আরও দাবি, গত মঙ্গলবার ভ্যাকসিন নেওয়ার পর সেন্টার থেকে এক কর্মীর ফোন নম্বর দেওয়া হয়। বলা হয়, কোনও সমস্যা হলে যোগাযোগ করতে। পরে যখন শারীরিক সমস্যা হচ্ছে তখন ওই নম্বরে ফোন করলেও কেউ তা তুলছে না। বাধ্য হয়েই সংবাদমাধ্যমে গোটা বিষয়টি জানাই। আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ(North Bengal Medical College) থেকে চিকিত্সক এসে দেখে গিয়েছেন। ওঁর সঙ্গে কথা বলে অনেকটা স্বস্তি পেয়েছি।
অপরদিকে সেই ভ্যাকসিন সেন্টারের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলা হলে তিনি জানান একই ব্যক্তিকে দুটো ডোজ দেওয়ার কোন ঘটনা ঘটেনি। আপনাদের যা বলার পৌরনিগমে গিয়ে কথা বলুন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)