ওয়েব ডেস্ক : সিকিমের নামচিতে পুলিসি অভিযানে গুলিবিদ্ধ হয়ে দাওয়া ভুটিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। তিনি কালিম্পংয়ের প্রাক্তন কাউন্সিলর দাওয়া লেপচার গাড়ির চালক। ঘটনায় কালিম্পংয়ের পুলিস সুপারের  বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে সিকিম প্রশাসন। নামচিতে ধৃত ৬ মোর্চা সদস্যকেও আদালতের অনুমতি ছাড়া ছাড়তে নারাজ সিকিম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিঙের এক ঘনিষ্ঠ ব্যক্তির মালিকানাধীন নামচির রিসর্টে বৈঠকে বসেন গুরুং অনুগামী মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা। সিকিম পুলিসকে সঙ্গে নিয়ে ওই রিসর্টে হানা দেন রাজ্য পুলিসের কমান্ডোরা। মোর্চার কেন্দ্রীয় কমিটির ৯ সদস্য-সহ ১৪ জনকে রিসর্ট থেকে গ্রেফতার করে পুলিস। গ্রেফতার হন মোর্চার কেন্দ্রীয় কমিটির অন্যতম নেত্রী সাবিত্রী রাই।


আরও পড়ুন, রাষ্ট্রদ্রোহের দায়ে অভিযুক্তরা আশ্রয় নিয়েছে, সিকিম সরকারকে চিঠি রাজ্যের