নিজস্ব প্রতিবেদন: ছন্দে ফেরার মুহূর্তে ফের ছন্দপতন ভাটপাড়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



বোমা বাঁধতে গিয়ে মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন আরও দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। এলাকা থেকে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রাতভর তল্লাশিতে গ্রেফতার করা হয়েছে ২০জনকে। 
তবে গত দুদিনের তুলনায় ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাটপাড়া। বুধবার সকাল থেকে এলাকায় দোকানপাট খুলেছে। নতুন করে কোনও অশান্তির খবর নেই। 


ফি বৃদ্ধির প্রতিবাদ, রাতভর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঘেরাও উপাচার্য
জগদ্দল থানা এলাকার বিভিন্ন গলিতে পুলিস পিকেট বসেছে। ওয়ার্ড ভিত্তিক শান্তি বৈঠক করছে পুলিসের। চলছে আধা সামরিক বাহিনীর রুট মার্চ। এলাকার মানুষ ভয় কাটিয়ে রাস্তায় বেরনো শুরু করেছে। 
প্রসঙ্গত, সোমবারের পর মঙ্গলবার সকালেও কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে চলে বিক্ষোভ। দুষ্কৃতীরা আটকে থানা নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমাবাজি, ইট ছোড়ে বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 
বুধবার সকাল থেকেই এলাকায় পুলিসের তরফে মাইকিং করা হচ্ছে। কোনওরকমে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।