মালবাজারের রাঙামাটি চা বাগানে পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ
ওয়েব ডেস্ক: মালবাজারের রাঙামাটি চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ। চিতাবাঘের আক্রমণে বেশ কিছুদিন ধরেই শ্রমিকরা আহত হচ্ছিলেন। বাঘ ধরতে পাতা হয় খাঁচা। কাল রাত দশটা নাগাদ চিতাবাঘটি ধরা পড়ে। বন দফতর সেটিকে গরুমারায় নিয়ে যায়। আজ বাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগে উত্তরবঙ্গে দলছুট হয়ে যায় হাতির শাবক। একটি অগভীর জলাধারে পড়ে যায় হস্তি শাবকটি। গ্রামবাসীরা দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেয়। তারপর উপরে উঠিয়ে আনা হয় হাতিটিকে। কিন্তু অনেকেই মনে করেছিল যে, মানুষের স্পর্শ পাওয়া শিশু হাতিটিকে কিছুতেই দলে ফেরত নেবে না পূর্ণ বয়স্ক হাতির দল। কিন্তু সকলকে অবাক করে ঘরে শিশুকে ঘরেই ফিরিয়ে নেয় গজ পরিবার।