নিদস্ব প্রতিবেদন: ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা বোলপুরে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের কয়রাপুরের বর্ধমান বোলপুর জাতীয় সড়কে। মৃতের নাম বুধ দত্ত (২৬)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



কয়রাপুরের বাসিন্দা বুধ এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধ রাস্তার ধার দিয়েই যাচ্ছিলেন। পিছন থেকে একটি ডাম্পার দ্রুত গতিতে আসছিল। ডাম্পারটির গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বুধকে ধাক্কা মেরে সামনে এগিয়ে যায়।


রেলের উচ্চপদস্থ কর্তার বাড়িতে মধুচক্রের আসর, ধৃত ৩


ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায় বুধের দেহ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা যখন যুবককে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ডাম্পারের চালক ও খালাসি। জানা গিয়েছে, ডাম্পারটি বোলপুর থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল।


এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।