নিজস্ব প্রতিবেদন: শুটআউটে আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগরে। সন্ধেয় শহরের মধ্যেই ওই গুলি চালনার ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। কেন গুলি চলল তা এখনওপর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিস বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-By-Poll: গোটা ভবানীপুরে ১৪৪ ধারা জারি করে ভোট হোক, নির্বাচন কমিশনে দাবি বিজেপির  


সোমবার সন্ধে আটটা নাগাদ আচমকাই গুলির শব্দে চমকে ওঠেন দেবীনগর বাজার এলাকার লোকজন। বাজারের এক গলির মুখে ৩-৪ জন দুষ্কৃতী আচমকাই গুলি চালিয়ে উধাও হয়ে যায়। এপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেবী সান্যাল নামে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন রূপা অধিকারী, সুজয়কৃষ্ণ মজুমদার।


এখনওপর্যন্ত জানা যাচ্ছে একই পরিবারের ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ। এদের মধ্যে দেবী সান্যালকে রায়গঞ্জে মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।


আরও পড়ুন-Icore Chit Fund Case: বড় সাফল্য তদন্তকারীদের, বাজেয়াপ্ত ৩০০ কোটির সম্পত্তি


স্থানীয়দের দাবি, অন্তত ৬-৭ রাউন্ড গুলি চলেছে। তবে এনিয়ে খুব বেশি কেউ মুখ খুলছেন না। একটি শিশুর দাবি, তার বাবা দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। শহরের মধ্যে রাস্তা থেকে মাত্র ৫০ মিটার দূরে কীভাবে দুষ্কৃতীর এরকম তাণ্ডব চালাল তা নিয়ে কিছুটা অবাক স্থানীয়রা।


Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)