নিজস্ব প্রতিবেদন: ‘তৃণমূলে ভোট দিলেও তা পড়ছে বিজেপিতে’। এমন মারাত্মক অভিযোগ খাস শুভেন্দুর এলাকায়। বিক্ষোভ-অবরোধ চলছেই। শনিবার সকালে নির্বাচনকে কেন্দ্র করে  উত্তর ও দক্ষিণ কাঁথির পরিস্থিতির প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘উত্তর ও দক্ষিণ কাঁথির একাধিক জায়গা নিয়ে অভিযোগ এসেছে। আমরা নির্বাচন কেন্দ্রে অভিযোগ জানানোর পরে কেন্দ্রীয় বাহিনী আসে।‘ তাঁর প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন, ‘রাতে পাকিস্তানিরা গোলমাল করেছে। ফুলবাড়ি ও সিরিয়ায় গোলমাল করেছে। পটাশপুরের ওসিকে বোমা মারা হয়েছে। তাঁরা কোনও রাজনৈতিক দলের বলে আমি মনে করি না।ট


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রও পড়ুন: WB Assembly Election 2021: তৃণমূলে ভোট দিলেই পড়ছে বিজেপিতে, EVM কারচুপির অভিযোগ


সকাল থেকেই প্রায় ১০৮ টি EVM খারাপ থাকার খবর আসে। বিভিন্ন জায়গায় ভোট প্রক্রিয়া বন্ধ রাখতে হয়। তার প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন,’ বহু জায়গায় EVM খারাপ হয়েছে। তাতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, সেটা ঠিকই। নির্বাচন কমিশনের বিষয়টি দেখা উচিত। তবে এটা পরিবর্তনের ভোট। EVM-এ সেই প্রকাশই দেখা যাবে’, বলে জানালেন একসময়ের তৃণমূল সুপ্রিমোর সেনাপতি, বর্তমানে BJP-র অন্যতম সেরা যোদ্ধার।