বরুণ সেনগুপ্ত: বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ঘোলা তেঘরিয়া এলাকায়। খড়দহ বিধানসভার অন্তর্গত ঘোলা বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতিতে ২১৬ নম্বর পার্টের বিজেপি প্রার্থী বিশ্বনাথ ধর। বিশ্বনাথ ধর ঘোলা তেঘরিয়া এলাকায় নির্বাচনের দেওয়াল লিখন করেছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই দেওয়াল লিখন চুন দিয়ে মুছে দিয়েছে বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চুন দিয়ে দেওয়াল লিখন মুছে দেওয়ার সেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বিজেপি প্রার্থী বিশ্বনাথ ধর গোটা ঘটনার অভিযোগ জানিয়েছে ঘোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। যদিও বিজেপি প্রার্থীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ব্লক সভাপতি প্রবীর রাজবংশী। তৃণমূলের তরফ থেকে প্রবীর রাজবংশী বলেন, বিজেপি কোনও প্রার্থী পাচ্ছে না। মানুষ বিজেপির সঙ্গে নেই। বিজেপির পায়ের নীচের মাটি সরে গিয়েছে বলেই তারা নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। এই ধরনের নোংরা ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিস।


ওদিকে দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপির ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পশ্চিম বর্ধমান জেলার শ্যামলা পঞ্চায়েতের আলিনগর গ্রামে পাণ্ডবেশ্বর থানা এলাকায়। বিজেপি ব্লক সভাপতি রমেশ ঘোষ জানান, আলিনগর গ্রামে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দেওয়াল লেখার সময় তৃণমূলের ব্লক সভাপতি ও তাঁর দলবল নিয়ে তাঁদের উপর হামলা চালায়। হামলায়  ব্লক সভাপতি রমেশ ঘোষ সহ সমীর ঘোষ ও সাগর রুইদাস আহত হন। 


এই ঘটনার খবর পেয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে যান। এই ঘটনায় অগ্নিমিত্রা পাল বিজেপি কর্মীদেরকে নিয়ে শুক্রবার রাতেই পাণ্ডবেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও জামুড়িয়া ব্লক ২-এর তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা এই অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন, বরং বিজেপির লোকরা তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি। তৃণমূলের পক্ষ থেকেও পালটা একটি লিখিত অভিযোগ করা হয়। 


আরও পড়ু়ুন, Jalpaiguri: চায়েদের 'ফার্স্টবয়'! নিলামে সর্বোচ্চ দাম পেল এই বাগানের চা-পাতা...



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)