Panchayat Election 2023: তৃণমূলের প্রচারে বিজেপির জেলা পরিষদের প্রার্থী, কারণ জানলে অবাক হবেন
Panchayat Election 2023: রবিবার দলের প্রার্থী মনোমহিনী বিশ্বাসকে নিয়ে প্রচারে নামেন তৃণমূল যুবনেতা গৌতম অধিকারী। তাদের সঙ্গে মিশে মানুষের ঘরে ঘরে গিয়ে তৃণমূলকে ভোটে দেওয়ার আবেদনম জানান পিংকি। মনোমহিনীর প্রচার নিয়ে পিংকি হালদার বলেন, নিজে থেকেই তৃণণূলের উন্নয়নে সামিল হতে তৃণমূলের সঙ্গে প্রচারে নেমেছেন।
নকীব উদ্দিন গাজী: মনোনয়ন পর্বে অভিযোগ উঠেছিল বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে শাসকদল। এনিয়ে সংঘর্ষও হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। মারাও গিয়েছেন কয়েকজন। এখন ডায়মন্ডহারাবারে দেখা গেল অন্য ছবি। সেখানে তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করছেন বিজেপি প্রার্থী। বাড়ি বাড়ি যাচ্ছেন। সবাইকে তৃণমূলে ভোটে দেওয়ার কথা বলছেন।
আরও পড়ুন-ওন্দায় দুই মালগাড়ির সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল ইঞ্জিন; লাইনচ্যুত ১৩ বগি, বাতিল বহু ট্রেন
ডায়মন্ডহারবার ১ নম্বর ব্লকের পারুলিয়া গ্রাম পঞ্চায়েত। ডায়মন্ডহারবারের এক নম্বর ব্লকের জেলা পরিষদের ৬০ নম্বর আসনে বিজেপির জেলা পরিষদের প্রার্থী পিংকি হালদার। মনোনয়ন জমা করেছেন। এবার প্রচারের পালা। কিন্তু দেখা গেল তিনি প্রচারে বেরিয়েছেন জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনমোহিনী বিশ্বাস। রবিবার সকাল থেকে তারা বেরিয়ে পড়েছেন প্রচারে। এমন দৃশ্য দেখা অবাক হচ্ছেন অনেকেই। কী ভাবে এমন দুই ঘোর শত্রু একই সঙ্গে প্রচারে বেরিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিজেপি প্রার্থী তৃণমূলের প্রাচারে কীভাবে? পিংকি কি তাহলে দল ছেড়েছেন? পিংকি হালদার বললেন, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখানে তৃণমূল শক্তিশালী। কোনও ভাবেই বিজেপি জিতবে না। আমার হয়ে কেই প্রচার করছেন না। দেওয়ালও লেখেননি। একসময় ওদের কথায় রাজি হয়ে বিজেপির হয়ে মনোনয়ন পেশ করেছিলাম। কিন্তু জেতার কোনও আশা নেই। দলও পাশে নেই। তাই মনোনয়ন প্রত্যাহার না করলেও তৃণমূলের হয়ে প্রচার করছি। কারণ তৃণমূলের উন্নয়ন চোখে দেখা যায়। তাই ওদের সঙ্গে প্রচারে বেরিয়েছি।
রবিবার দলের প্রার্থী মনোমহিনী বিশ্বাসকে নিয়ে প্রচারে নামেন তৃণমূল যুবনেতা গৌতম অধিকারী। তাদের সঙ্গে মিশে মানুষের ঘরে ঘরে গিয়ে তৃণমূলকে ভোটে দেওয়ার আবেদনম জানান পিংকি। মনোমহিনীর প্রচার নিয়ে পিংকি হালদার বলেন, নিজে থেকেই তৃণণূলের উন্নয়নে সামিল হতে তৃণমূলের সঙ্গে প্রচারে নেমেছেন। তাই একসঙ্গে প্রচারে নেমেছি।