নিজস্ব প্রতিবেদন: রাজ্যে প্রথম তো বটেই, দেশে সম্ভবত দ্বিতীয়। ভ্যাকসিন পেলেন নানুরের পাপুড়ি গ্রামের একশো শতাংশ মানুষ। এমনটাই জানিয়েছেন, জেলা স্বাস্থ্য আধিকারিক, নানুর সমষ্টি উন্নয়ন আধিকারিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-#ArrestFakeCBI: ভাড়া করা ক্যাবে নীল বাতি, সরকারি বোর্ড, কীভাবে জানালেন ক্যাবচালক


বীরভূম জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সুপার জয়ন্ত সুকুল জানান, সোমবার ১২ জুলাই নানুরের পাপুড়ি গ্রামের চালকল পঞ্চায়েতের তথ্য অনুযায়ী গ্রামে বসবাস করেন ৫ হাজার মানুষ। আজ প্রথম ডোজের টিকাকরণ শেষ হল। বলা যেতে পারে গ্রামের ১০০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেলেন। কারণ গ্রামের ৪৮০০ মানুষ ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। বাকী ২০০ জন গ্রামের বাইরে থাকেন।


গ্রামের বাসিন্দা দোলরা জাহান বলেন, গ্রামের মেয়েরা প্রথমে ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছিল। বিশেষকরে গর্ভবতী মেয়েরা। তবে গ্রামের ৮২ বছরের কাদের সেখ নামে এক ব্যক্তি ভ্যাকসিন নেওয়ার পরই সবাই ভ্যাকসিন নিতে শুরু করেন।


আরও পড়ুন-গ্রেফতারির আগেই পলাতক আরও এক JMB জঙ্গি, Exclusive ছবি Zee ২৪ ঘণ্টায়


স্থানীয় তৃণমূল নেতা কাজল সেখ বলেন, গ্রামের সবাই যাতে ভ্যাকসিন নেন তার জন্য আমরা বিভিন্নভাবে প্রচার চালিয়েছিলাম। এছাড়া পঞ্চায়েয়েত যারা দূরের গ্রামে থাকেন তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করেছিলাম। খুব ভালো লাগছে যে গ্রামের সবাই ভ্যাকসিন পেয়ে গিয়েছেন।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)