নিজস্ব প্রতিবেদন: সাতসকালেই বড়সড় দুর্ঘটনা। হাওড়ার ডোমজুড়ে যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ট্রাকে। ঘটনাস্থলেই মৃত্যু হল ১ জনের। আহত বহু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পাথরের চাঁই ঢালতে গিয়ে দুর্ঘটনা, শালতোড়ায় ক্রাশারের বেল্টে জড়িয়ে মৃত্যু মহিলা শ্রমিকের
সোমবার সকালে হাওড়ার রাজবল্লভহাট থেকে ওই যাত্রীবাহী বাসটি আসছিল হাওড়ার দিকে। সকাল সাতটা নাগাদ ডোমজুড় গ্রামীণ হাসপাতালের কাছে এসে বাসটির নীচের যন্ত্রাংশ হাম্পে ঠেকে গিয়ে ভেঙে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি।


পুলিস সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িকে। ধাক্কা সামলাতে না পেয়ে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস কন্ডাক্টরের। আহত হন কমপক্ষে ১৯ যাত্রী।



আরও পড়ুন-সরেছে বুলবুল, পুরোপুরি শীতের আমেজ পেতে করতে হবে আরও অপেক্ষা


স্থানীয় বাসিন্দা ও ডোমজুড় থানার পুলিস আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আঘাতপ্রাপ্ত যাত্রীদের হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।