সরেছে বুলবুল, পুরোপুরি শীতের আমেজ পেতে করতে হবে আরও অপেক্ষা

বুলবুল সরে যাওয়ায় উত্তুরে বাতাস ঢোকার পথ প্রশস্ত হয়েছে। তার জেরে কিছুটা নেমেছে পারদ

Updated By: Nov 11, 2019, 08:47 AM IST
সরেছে বুলবুল, পুরোপুরি শীতের আমেজ পেতে করতে হবে আরও অপেক্ষা

দক্ষিণবঙ্গ দাপিয়ে বুলবুল বিদায় নেওয়ার পর এবার শীতের প্রতীক্ষা। প্রচুর জলীয় বাষ্প নিয়ে রাজ্যে ঢুকেছিল ঘূর্ণিঝড় বুলবুল। ফলে শীতের আমেজ পুরোপুরি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন-প্রয়াত ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, সর্বোচ্চ ও সর্বানিম্ন তাপমাত্রা কমবে ধীরে ধীরে। তবে শীতের আমেজ পেতে কলকাতাকে অপেক্ষা করতে হবে আরও কয়কেদিন। তবে এই আমেজ কিছুটা বেশি অনুভূত হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়।

আরও পড়ুন-পাথরের চাঁই ঢালতে গিয়ে দুর্ঘটনা, শালতোড়ায় ক্রাশারের বেল্টে জড়িয়ে মৃত্যু মহিলা শ্রমিকের

বুলবুল সরে যাওয়ায় উত্তুরে বাতাস ঢোকার পথ প্রশস্ত হয়েছে। তার জেরে কিছুটা নেমেছে পারদ। আপাতত আকাশ ক্রমশ পরিস্কার থাকবে। তাতেই তাপমাত্রা আরো কমার সম্ভবনা রয়েছে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকতে পারে। তাতেই শীতের অনুভুতি আসবে রাজ্যে। তবে এখনই পাকাপাকি শীত নয়। তা মিলতে পারে ডিসেম্বরের মাঝামাঝি। আপাতত দিনের বেলা শীতের অনুভূতি থাকবে না।

.