নিজস্ব প্রতিবেদন : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত বাদ গেল যাত্রীর। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বিধাননগর স্টেশনে । আহত যাত্রীর নাম পিন্টু মণ্ডল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, আরও সুপারফাস্ট হচ্ছে রাজধানী! কলকাতা থেকে দিল্লি পৌঁছবেন আরও তাড়াতাড়ি


আহত পিন্টু মণ্ডল হালিশহরের বাসিন্দা। বয়স ৪৪ বছর। দুর্ঘটনার পর তাঁকে প্রথমে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।


আরও পড়ুন, ঘরে 'রহস্যজনক' আগুন, কসবায় স্কুলছাত্রের 'অস্বাভাবিক' মৃত্যু


জানা গিয়েছে, কাঁকুড়গাছিতে একটি মেলায় থালা বাসনের দোকান দিয়েছেন পিন্টু মণ্ডল। সেখানের কাজ সেরে বিধাননগর স্টেশনে ট্রেন ধরার জন্য এসেছিলেন। তখনই বুধবার রাত ১০টা থেকে সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে।



জখম পিন্টু মণ্ডল


আরও পড়ুন, সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন পূজা, প্রেমিকের পর গ্রেফতার আরও এক


জিআরপি সূত্রে খবর, এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলন্ত ট্রেনে উঠতে যান পিন্টুবাবু। তাতেই বিপত্তি বাঁধে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ঘটনায় তাঁর বা-হাত কনুই থেকে বাদ হয়ে যায়।


আরও পড়ুন, ডুর্য়াসের নরখাদক চিতবাঘকে 'মৃত্যুদণ্ডে'র নির্দেশ!


পিন্টু বাবুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য যাত্রীরা। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে জানার জন্য স্টেশন চত্তরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।